<br />
<b>Warning</b>:  Undefined variable $res in <b>/home/newsupdatebd/public_html/news_details.php</b> on line <b>39</b><br />
<br />
<b>Warning</b>:  Trying to access array offset on value of type null in <b>/home/newsupdatebd/public_html/news_details.php</b> on line <b>39</b><br />
<br />
<b>Deprecated</b>:  stripslashes(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in <b>/home/newsupdatebd/public_html/config/function.php</b> on line <b>52</b><br />

আমরা এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবো: জাকের

আসন্ন এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই অংশ নেবে বলে জানিয়েছেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আর দলে এখন সবাই বিশ্বাস করে আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবো।’ 

 

আজ সোমবার (১৮ আগস্ট) অনুশীলনের ফাঁকে মিরপুরে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এ কথা বলেন জাকের।

 

সাম্প্রতিক সময়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের আলাদাভাবে পাওয়ার হিটিং অনুশীলন করাচ্ছেন ইংলিশ কোচ জুলিয়ান। প্রতিটি খেলোয়াড়কে তার সামর্থ্যের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে কাজ করছেন তিনি।

 

জাকের আলি অনিক বলেন, ‘জুলিয়ান আমাদের পাওয়ার হিটিংয়ে কিছু নির্দিষ্ট স্কিল নিয়ে কাজ করছেন। কে কোন জায়গায় উন্নতি করতে পারে, কিভাবে আরও ভালো করা যায় সেই দিকগুলো নিয়েই মূলত কাজ হচ্ছে।’

 

এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি সিরিজ খেলবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে টানা দুটি সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খানও জানিয়েছিলেন, এবারের এশিয়া কাপে শিরোপা জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

 

উল্লেখ্য, গত ২৬ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপের সূচি প্রকাশ করে। এবারের আসর শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এই গ্রুপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে।