<br />
<b>Warning</b>:  Undefined variable $res in <b>/home/newsupdatebd/public_html/news_details.php</b> on line <b>39</b><br />
<br />
<b>Warning</b>:  Trying to access array offset on value of type null in <b>/home/newsupdatebd/public_html/news_details.php</b> on line <b>39</b><br />
<br />
<b>Deprecated</b>:  stripslashes(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in <b>/home/newsupdatebd/public_html/config/function.php</b> on line <b>52</b><br />

ইরানকে ঠেকাতে নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেল বাণিজ্যকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) নেওয়া পদক্ষেপে ইরানি তেল রপ্তানিতে সহায়তাকারী ব্যক্তি, চীনা দুইটি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য টার্মিনাল অপারেটর এবং অন্যান্য জাহাজ ও অপারেটরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, চীনভিত্তিক টার্মিনাল অপারেটররা যুক্তরাষ্ট্রের মনোনীত একাধিক ট্যাঙ্কারে ‘লাখ লাখ ব্যারেল’ ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে। ট্রেজারি বিভাগ গ্রিক নাগরিক আন্তোনিওস মার্গারাইটিস এবং তার নেটওয়ার্ক ও প্রতিষ্ঠানগুলোকেও জাহাজ শিল্পে তাদের অবস্থান ব্যবহার করে ইরানি তেল পরিবহনের অভিযোগে অভিযুক্ত করেছে।

 

ওয়াশিংটন বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ তেহরানের উন্নত অস্ত্র কর্মসূচি অর্থায়ন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন এবং মার্কিন সৈন্য ও মিত্রদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

উল্লেখ্য, তীব্র নিষেধাজ্ঞার পরও ইরান তাদের প্রধান আমদানিকারকদের কাছে তেল রপ্তানি অব্যাহত রেখেছে।