<br />
<b>Warning</b>:  Undefined variable $res in <b>/home/newsupdatebd/public_html/news_details.php</b> on line <b>39</b><br />
<br />
<b>Warning</b>:  Trying to access array offset on value of type null in <b>/home/newsupdatebd/public_html/news_details.php</b> on line <b>39</b><br />
<br />
<b>Deprecated</b>:  stripslashes(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in <b>/home/newsupdatebd/public_html/config/function.php</b> on line <b>52</b><br />

তিন মাসের জন্য মাঠের বাইরে রিয়াল তারকা: জুড বেলিংহাম

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের প্রাণভোমরা জুড বেলিংহাম লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন মাঠ থেকে। বুধবার লন্ডনে তার বাঁ কাঁধে অস্ত্রোপচার হতে যাচ্ছে—আর তাতেই অন্তত ১০ থেকে ১২ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এই ইংলিশ তারকাকে। এমনটাই জানিয়েছে ইএসপিএন।

 

২২ বছর বয়সী বেলিংহামের এই সমস্যার শুরু ২০২৩ সালের নভেম্বরে, রায়ো ভায়োকানোর বিপক্ষে এক ম্যাচে কাঁধে চোট পান তিনি। তখন তিনি অস্ত্রোপচারের পথে না গিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে খেলায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই চোট পুরোপুরি না সারায় অবশেষে এখন অস্ত্রোপচারই বেছে নিতে হচ্ছে তাকে।

 

ক্লাব বিশ্বকাপে পাচুকার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের পর বেলিংহাম নিজেই জানান, ‘এই গরমে কাঁধে ব্রেস পরে খেলতে খেলতে হাঁপিয়ে উঠেছি। অস্ত্রোপচারের পর আবার আগের মতো হয়ে উঠব, এটা নিয়ে আমি আশাবাদী।’

 

২০২৩ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া বেলিংহ্যাম প্রথম মৌসুমেই বাজিমাত করেছেন। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ ডাবল জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। গত মৌসুমে তার নামের পাশে যোগ হয়েছে ১৫ গোল ও ১৫ অ্যাসিস্ট—মোট ৫৮ ম্যাচে।

 

তবে নতুন কোচ জাবি আলোনসোর অধীনে লা লিগার শুরুটা পাচ্ছেন না বেলিংহাম। আগামী ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়ালের লিগ যাত্রা শুরু হলেও সেখানে তিনি থাকবেন না। অন্তত আটটি লিগ ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সূচনা মিস করবেন এই তরুণ তারকা।

 

প্রত্যাশা, অক্টোবরের শুরুতেই মাঠে ফিরবেন তিনি। তবে তার আগে মাদ্রিদ মিডফিল্ডে ভারসাম্য বজায় রাখা হবে আলোনসোর বড় পরীক্ষা।

 

রিয়াল সমর্থকরা এখন প্রার্থনায়—বেলিংহাম যেন ফিরে আসেন আগের সেই দুরন্ত ছন্দে, সেই চেনা কাঁধ নিয়ে।