<br />
<b>Warning</b>:  Undefined variable $res in <b>/home/newsupdatebd/public_html/news_details.php</b> on line <b>39</b><br />
<br />
<b>Warning</b>:  Trying to access array offset on value of type null in <b>/home/newsupdatebd/public_html/news_details.php</b> on line <b>39</b><br />
<br />
<b>Deprecated</b>:  stripslashes(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in <b>/home/newsupdatebd/public_html/config/function.php</b> on line <b>52</b><br />

বাজারে আইফোনের নতুন ৪ মডেল, কোনটি কিনলে জিতবেন আপনি

প্রতি বছর নতুন আইফোন বাজারে এলেই অনেকের মাথায় একই প্রশ্ন ঘোরে—কোনটা কিনব? ২০২৫ সালেও পরিস্থিতি আলাদা নয়।

 

এ বছর অ্যাপল বাজারে এনেছে চারটি নতুন আইফোন—আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার। প্রতিটি ফোনেরই নিজস্ব বৈশিষ্ট্য আছে, তাই সঠিক ফোন বেছে নেওয়া অনেকের জন্য বিভ্রান্তিকর হয়ে দাঁড়িয়েছে।

 

আইফোন ১৭: সবার জন্য সেরা পছন্দ

এ বছর সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে আইফোন ১৭। কারণ, এটি প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত আইফোন ১৭ প্রো-এর মতো। একই ধরনের অ্যালুমিনিয়াম ফ্রেম, সিরামিক শিল্ড ২, একই মানের স্ক্রিন, ১২০ হার্টজ প্রোমোশন, এমনকি একই ধরনের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। বেস মডেলেই আছে ২৫৬ জিবি স্টোরেজ। প্রসেসরও একই এ১৯ স্থাপত্যের ওপর তৈরি, যদিও প্রো সংস্করণে সামান্য বাড়তি ক্ষমতা ও অতিরিক্ত জিপিইউ কোর আছে।

 

দৈনন্দিন ব্যবহারকারীদের জন্য আইফোন ১৭ এবং প্রো-এর পার্থক্য খুবই সামান্য। ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রেও সাধারণ ব্যবহারকারীরা খুব একটা পার্থক্য অনুভব করবেন না। তাই অধিকাংশ মানুষের জন্য আইফোন ১৭-ই সবচেয়ে ব্যবহারিক এবং সেরা বিকল্প।

 

আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স

তাহলে আইফোন ১৭ প্রো কেন কিনবেন? মূলত এর কিছু বাড়তি সুবিধা আছে—

 

সামান্য দ্রুতগতির এ১৯ প্রো চিপসেট

দীর্ঘ সময় গেমিংয়ের জন্য ভ্যাপার কুলিং সিস্টেম

আরও জোরালো স্পিকার

দ্রুততর ইউএসবি ৩ সংযোগ

লিডার সেন্সর

উন্নত ক্যামেরা সিস্টেম

বিশেষ করে ক্যামেরার দিক থেকে প্রো সংস্করণ আলাদা। কনটেন্ট ক্রিয়েটর, পেশাদার ফটোগ্রাফার বা ভিডিও নির্মাতাদের জন্য এটি উপযুক্ত। কারণ এতে রয়েছে উন্নত টেলিফটো ও আলট্রাওয়াইড ক্যামেরা, প্রো-রেস ভিডিও রেকর্ডিংসহ নানা ফিচার। প্রো ম্যাক্স সংস্করণে বড় স্ক্রিন থাকায় যারা গেমিং, ভিডিও এডিটিং বা পড়াশোনার জন্য বড় ডিসপ্লে চান, তাদের জন্য এটি আদর্শ।

 

আইফোন এয়ার

এবারের নতুন চমক আইফোন এয়ার। এটি মূলত ভবিষ্যতের ভাঁজযোগ্য আইফোনের প্রস্তুতি হিসেবে আনা হয়েছে। ডিজাইনে এটি সবচেয়ে প্রিমিয়াম, হালকা ও ঝকঝকে। এর টাইটানিয়াম ফ্রেম এবং নান্দনিক গড়ন একে বিশেষ করে তুলেছে। যদিও হার্ডওয়্যার আইফোন ১৭ ও প্রো-এর সংমিশ্রণ, তবে এর মূল আকর্ষণ নান্দনিকতা।

 

যারা ফোনকে শুধু কাজের জন্য নয়, বরং রুচি ও মর্যাদার প্রতীক হিসেবে ব্যবহার করেন, তাদের জন্য আইফোন এয়ার। এটি হালকা, ব্যবহার উপযোগী এবং দেখতে অসাধারণ। বলা যায়, ২০২৫ সালের আইফোনগুলোর মধ্যে আইফোন এয়ার হলো শিল্পকর্মের মতো।

 

যদি ব্যবহারিক ও নির্ভরযোগ্য ফোন চান, তবে আইফোন ১৭-ই সেরা। যদি আপনি পেশাদার কনটেন্ট ক্রিয়েটর বা গেমার হন, তবে আইফোন ১৭ প্রো বা প্রো ম্যাক্সই আপনার জন্য। আর যদি রুচি, মর্যাদা ও আভিজাত্যের প্রতীক হিসেবে একটি ফোন চান, তবে আইফোন এয়ার-ই আপনার পছন্দ হতে পারে।