<br />
<b>Warning</b>:  Undefined variable $res in <b>/home/newsupdatebd/public_html/news_details.php</b> on line <b>39</b><br />
<br />
<b>Warning</b>:  Trying to access array offset on value of type null in <b>/home/newsupdatebd/public_html/news_details.php</b> on line <b>39</b><br />
<br />
<b>Deprecated</b>:  stripslashes(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in <b>/home/newsupdatebd/public_html/config/function.php</b> on line <b>52</b><br />

ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবে আলোচনায় যার নাম

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিন্দ্র জাদেজা এই ফরম্যাট থেকে অবসর নেন। এরপর সুর্যকুমার যাদবকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়।

 

টেস্ট দলে বড় পরিবর্তন আসে রোহিত, কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনের অবসরের মাধ্যমে।

 

শুবমান গিলকে টেস্ট দলের নতুন অধিনায়ক করা হয়।

এবার ওডিআই দলে নেতৃত্ব পরিবর্তনের পালা। যদিও রোহিত ও কোহলি এখনো খেলছেন, বিসিসিআই ৩৮ বছর বয়সী রোহিতের উত্তরসূরি খুঁজছে। শুরুর দিকে ধারণা করা হচ্ছিল গিলকে ওডিআই দলে নেতৃত্ব দেওয়া হতে পারে, তবে বর্তমান পরিস্থিতিতে বোর্ড শ্রেয়াস আইয়ারের দিকে ঝুঁকেছে।

 

চ্যাম্পিয়নস ট্রফিতে গিল ছিলেন রোহিতের ডেপুটি, তখন ধারাবাহিকভাবে ধরে নেওয়া হয়েছিল যে তিনিই ওডিআই দলের ভবিষ্যৎ অধিনায়ক হবেন। তবে, দৈনিক জাগরণের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সময়ে এত ক্রিকেট চলছে যেকোনো খেলোয়াড় তিন ফরম্যাটে ধারাবাহিকভাবে নেতৃত্ব নিতে পারবেন না। তাই গিলকে টেস্ট অধিনায়ক রাখা হয়েছে এবং টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছে।

 

বিসিসিআই সূত্র জানিয়েছে, ‘শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিক ফোকাসও অত্যাবশ্যক।

গিলকে মানসিকভাবে ফোকাসড রাখার জন্য ওডিআই নেতৃত্বের কাজ দেওয়া হচ্ছে না। তিনি এশিয়া কাপ শেষে অক্টোবর ২ থেকে ১৪ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন।’শ্রেয়াস আইয়ারের ওডিআই রেকর্ডও নজরকাড়া। ৭০ ম্যাচে ৬৫ ইনিংসে তিনি ২,৮৪৫ রান করেছেন, গড় ৪৮.২২ এবং স্ট্রাইক রেট ১০০। তার সংগ্রহে পাঁচটি সেঞ্চুরি ও ২২টি ফিফটি রয়েছে।

 

ভারতের পরবর্তী ওডিআই সিরিজ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে এই বছরের অক্টোবর। সিরিজের আগে রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত আলোচনা হবে এবং এরপর ওডিআই নেতৃত্বের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।