<br />
<b>Warning</b>:  Undefined variable $res in <b>/home/newsupdatebd/public_html/news_details.php</b> on line <b>39</b><br />
<br />
<b>Warning</b>:  Trying to access array offset on value of type null in <b>/home/newsupdatebd/public_html/news_details.php</b> on line <b>39</b><br />
<br />
<b>Deprecated</b>:  stripslashes(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in <b>/home/newsupdatebd/public_html/config/function.php</b> on line <b>52</b><br />

‘পরীক্ষা-নিরীক্ষা’র ম্যাচে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফলে ডাচদের হোয়াইটওয়াশ করার সুযোগ তৈরি হয়েছে স্বাগতিকদের সামনে। সেই লক্ষ্য নিয়ে বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এই ম্যাচে টাইগারদের একাদশে দেখা মিলতে পারে একাধিক পরিবর্তন।

 

প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৮ ও ৯ উইকেটে জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এতে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। টি-টোয়েন্টি ফরম্যাটে এ নিয়ে দ্বিতীয়বার দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এর আগে ২০১২ সালে নেদারল্যান্ডসের মাটিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। ১৩ বছর আগে ওই সিরিজে পাওয়া জয়টি এখনো বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের একমাত্র জয়।

 

শেষ ম্যাচে বোলিং বিভাগে একাধিক পরিবর্তন আনতে পারে স্বাগতিকরা। বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে। শেষ টি-টোয়েন্টিতে সাইফউদ্দিনের একাদশে ফেরা অনেকটাই নিশ্চিত।

 

তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে দেখা মিলতে পারে শামীম হোসেন এবং নুরুল হাসান সোহানকেও। যদিও ব্যাপারটি নিশ্চিত নয়। কারণ, সবশেষ দুই ম্যাচে তাওহীদ হৃদয়, জাকের আলীরা একাদশে থাকলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। ফলে তাদেরও পরখ করে দেখা জরুরি টিম ম্যানেজমেন্টের জন্য।

 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, শামীম পাটোয়ারী, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।