<br />
<b>Warning</b>:  Undefined variable $res in <b>/home/newsupdatebd/public_html/news_details.php</b> on line <b>39</b><br />
<br />
<b>Warning</b>:  Trying to access array offset on value of type null in <b>/home/newsupdatebd/public_html/news_details.php</b> on line <b>39</b><br />
<br />
<b>Deprecated</b>:  stripslashes(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in <b>/home/newsupdatebd/public_html/config/function.php</b> on line <b>52</b><br />

‘প্রিন্স’এ শাকিবের ৩ কোটি পারিশ্রমিক নিয়ে যা জানালেন প্রযোজক

ঈদুল আজহার পর থেকেই শাকিব খানকে ঘিরে বেশ কিছু সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর ছড়িয়েছিল। এবার সবাইকে চমকে দিতে আবারও হাজির হচ্ছেন ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড ঘিরে নতুন সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে।

 

আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই সিনেমার গল্পে থাকবে ক্রাইম, প্রেম, অ্যাকশন আর ইমোশনের মিশেল। সদ্যই উন্মোচিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক, যা ইতোমধ্যেই ঝড় তুলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে।

 

তবে এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে এই সিনেমায় শাকিব খানের পারিশ্রমিক নিয়ে। সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে, এই মেগাস্টার তার আগামী ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স’ এর জন্য রেকর্ড ৩ কোটি টাকা পারিশ্রমিক নেবেন।

 

এ বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ‘প্রিন্স’ সিনেমার প্রযোজক ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা। জানালেন, এটা তার প্রাপ্য। যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে। অবশ্যই আগের তার ছবিগুলোর চেয়ে রেমুনারেশন বেশি হওয়াটা স্বাভাবিক।

 

শিরিন সুলতানা আরও বলেন, ‘আমরা যে ভাবনা থেকে এই ছবিটা নির্মাণ করতে যাচ্ছি, সেই জায়গা থেকে উনি যে পারিশ্রমিক নিচ্ছেন এটা ঠিক আছে।’

 

তবে এই ছবিতে নায়িকা বাছাই নিয়ে এখনও কিছু নিশ্চিত হয়নি। তবে ইঙ্গিত দিলেন, বিদেশি নায়িকাও নেয়া হতে পারে সিনেমায়। সে প্রসঙ্গে এই প্রযোজক বলেন, ‘দেশ-বিদেশ মিলিয়ে আমাদের গল্প ও চরিত্রের সঙ্গে যাকে উপযুক্ত মনে হয় তাকে সিলেক্ট করবো। কয়েকজনের সঙ্গে কথাবার্তা আগাচ্ছে।’