মেসির লিগে যোগ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার হিউং-মিন সন

টটেনহাম ছাড়ার তিন দিন পর মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস এফসিতে (এলএএফসি) যোগ দিয়েছেন হিউং-মিন সন। ৩৩ বছর বয়সী এই দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড মঙ্গলবার এলএএফসির সঙ্গে চুক্তিতে সই করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।